কলকাতা: ‘১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র।’ মঙ্গলবার ঝাড়গ্রামে বীর বিরসা মুন্ডার জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।
মমতার কথায়, ‘কেন্দ্র কোনও দয়া করছে না। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য।’ তিনি বলেন, ‘জিএসটির নামে রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। রাজ্য থেকে টাকা তুলছে, কিন্তু দিচ্ছে না। প্রাপ্য টাকা দিতে হবে, নইলে জিএসটি বন্ধ হোক। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, তাও টাকা দিচ্ছে না। এবার কি পায়ে ধরতে হবে।’ ‘আমাদের টাকা দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে’ বলেও এদিন স্লোগান তোলেন মমতা। তাঁর বক্তব্য, ‘মানুষকে প্রতারিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে।’
মমতার কথায়, ‘কিছু বিরোধী দল বাংলার উন্নতি চায় না। শুধু বিসর্জন চায়। দিল্লিকে চিঠি লিখে বলে বাংলাকে টাকা দেবে না। বাংলাকে কেন টাকা দেবে না? এটা কি তোমার পৈত্রিক জমিদারির টাকা।’
এদিন বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিরসা মুন্ডার ৬টি মূর্তির উদ্বোধন করা হয়েছে। ঝাড়গ্রামে ৩২ কোটি ৫৩ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন করা হল। ১০০০ আদিবাসী বন্ধুদের ধামসা মাদল তুলে দেওয়া হচ্ছে। ১৮ লক্ষ জাতি শংসাপত্র পেয়েছেন। আগে জাতি শংসাপত্র পেতেন না। মেডিকেল কলেজগুলিতে ৬০০ আসন বৃদ্ধি করা হয়েছে। ৫০ হাজার আদিবাসীকে পাট্টা দেওয়া হয়েছে।’