কলকাতা: সুন্দরবন সফরে গিয়ে নতুন দুই জেলা ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। প্রসঙ্গত, দিনকয়েক আগেই নদিয়া সফরে গিয়ে নতুন দুই জেলা তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই দুই জেলার নাম সুন্দরবন এবং বসিরহাট।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দু’দিনের সুন্দরবন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। করবেন প্রশাসনিক বৈঠকও। সেই বৈঠকেই এই নতুন দুই জেলা ঘোষণা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, ২৯ নভেম্বর ডুমুরজলা হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে রওনা দিয়ে বসিরহাট পুলিশ জেলার সামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ডে সরাসরি পৌঁছোবেন। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী সামসেরনগরে প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দানে একটি সভায় যোগ দেবেন। এই প্রশাসনিক সভা শেষে ময়দান সংলগ্ন এলাকায় বনবিবি মন্দিরে প্রকৃতি পুজো করবেন মুখ্যমন্ত্রী। পরে সামসেরনগর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে হাসনাবাদের টাকি এরিয়ান ক্লাব ফুটবল গ্রাউন্ডে পৌঁছোনোর কথা মুখ্যমন্ত্রীর। ওই দিন রাতে টাকিতে থাকার পর বুধবার টাকি থেকেই সরাসরি ডুমুরজলা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: Suvendu Adhikari | ১০০ দিনের কাজে ভুয়ো জব কার্ড বানিয়ে দুর্নীতি! জনস্বার্থ মামলা শুভেন্দুর