কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে বেঠকে মেডিকেল বোর্ড। জানা গিয়েছে, দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সায় ভালো সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করেই তাঁকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা।
প্রসঙ্গত, গত ১০ মার্চ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। আচমকা কয়েকজন তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ করেন তিনি। সেই ধাক্কায় গাড়ির দরজা বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে যান। বাঁ পায়ে গুরুতর চোট লাগে তাঁর। এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে তাঁর ওপর হামলা হয়েছে। চার থেকে পাঁচজন তাঁকে ধাক্কা মারে। সেইসময় আশেপাশে কোনও পুলিশও ছিল না বলে অভিযোগ করেন তিনি। এরপরই গ্রিন করিডরে মমতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।