ডিজিটাল ডেস্ক : সোমবার সকালে বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার(Tarun Majumdar)শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয়েছে বিশিষ্ট চিত্র পরিচালকের। অন্যদিকে তরুণ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত তিনি তরুণ মজুমদারের ভিন্ন ধরনের সামাজিক চলচ্চিত্র নির্মাণে যে অবদান রয়েছে তা তুলে ধরেন। একই সাথে পরিচালক তরুণ মজুমদারের ছবিতে যেভাবে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ হয়েছে সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন তাঁর টুইটে। এদিন মুখ্যমন্ত্রী তরুণ মজুমদার কি কি পুরস্কারে ভূষিত হয়েছিলেন সেই তথ্যও দেন। তরুণ মজুমদারের মৃত্যুতে তাঁর পরিবার, পরিজন এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণ মজুমদারের মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীদ ধনকরও। প্রসঙ্গত তরুণ মজুমদার কিন্তু বরাবরই বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন। এমনকি এই পরিচালককে একুশের বিধানসভা নির্বাচনের আগেও বামেদের হয়ে প্রচারে দেখা গিয়েছিল। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত টলিপাড়া।
ডুরান্ড কাপে জোর চমক, সমাপ্তি অনুষ্ঠানে কলকাতায় থাকবেন দ্রৌপদী মুর্মু
ডিজিটাল ডেস্ক: ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা। শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। আগামী ১৬ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের উদ্বোধন করবেন...
Read more