ডিজিটাল ডেস্ক : বিগত কয়েকদিনে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে হাঁসফাঁস করছে সাধারণ মধ্যবিত্তের জীবন। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আজ বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নবান্নে(Nabanna)। এবং সেখান থেকেই তিনি বাজার দর নিয়ন্ত্রণ হেতু বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছেন বলে জানা যাচ্ছে। কার্যত ফল-সবজিতে বড় অংকের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যজুড়ে ‘সুফল বাংলা’র আউটলেট বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে ৩৩২ টি ‘সুফল বাংলা’র আউটলেট রয়েছে রাজ্যে। এবার সেখান থেকে বাড়িয়ে ৫০০ করা হচ্ছে। পাশাপাশি ‘সুফল বাংলা’র মোবাইল আউটলেট চালু হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী কাল থেকেই ‘সুফল বাংলা’ স্টলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরকার নির্ধরিত দামেই পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ‘সুফল বাংলা’র স্টল বাড়িয়ে দেওয়ার এই পদক্ষেপ যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : কেমন আছেন অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতালে?