কলকাতা: ১৯ ও ২০ মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সফর আপাতত বাতিল। দলীয় সূত্রে খবর, এর পরিবর্তে নন্দীগ্রামে ভোট দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিলের আগে আগামী ২৯ ও ৩০ মার্চ শেষ দফার প্রচারে নন্দীগ্রাম যেতে চান তিনি। প্রসঙ্গত, ১৯ এবং ২০ তারিখে নন্দীগ্রামে প্রচারে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। সেই সফরই আপাতত ‘বাতিল’ বলে জানা যাচ্ছে। যদিও দলীয় সূত্রে খবর, সফর বাতিল নয় শুধুমাত্র পেছনো হয়েছে।
উল্লেখ্য, নন্দীগ্রামে শেষবার সফরে পায়ে চোট পেয়েছেন। তারপর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে, হাসপাতালে থেকে ছাড়া পেয়েই হুইলচেয়ারে প্রচারে বেরোন তিনি। ইতিমধ্যেই কলকাতার রাজপথের মিছিলে ও তারপর জঙ্গলমহলে প্রচার সারেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পায়ের চোটের জন্যই সফর পিছিয়ে দেওয়া হয়েছে।
- Advertisement -