কলকাতা: শান্তিপূর্ণ ও অবাধ ভোটের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি যাতে হিংসার কোনও অভিযোগ না তুলতে পারে বা আদালতের রক্তচক্ষু যাতে না দেখতে হয় সে ব্যাপারে অত্যন্ত সতর্ক তৃণমূল সুপ্রিমো। শুক্রবার দলের নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি কলকাতা সহ রাজ্যের ১১৮টি পুরসভার ভোটে কোনওরকম সন্ত্রাস বা হিংসা বরদাস্ত করবেন না।
রাজ্য পুলিশের ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে মমতা জানান, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। ভোট যেন শান্তিপূর্ণ হয়, কোথাও কোনওরকম হিংসা হলে পুলিশকে কঠোর পদক্ষেপ করতে হবে। বিরোধীরা যাতে মনোনয়ন দাখিল করতে পারেন, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।