ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে এসএসসি দুর্নীতি তদন্ত নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। কার্যত একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে এই দুর্নীতিতে। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দলের প্রতি বিরোধীদের কটাক্ষ বেড়েই চলেছে। এই অবস্থায় এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত আজকে ঝাড়গ্রামের কর্মী সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বিজেপি এবং সিপিএমকে একযোগে আক্রমণ করলেন। প্রসঙ্গত, তিনি সিপিএমের ৩৪ বছরের রাজত্বকালের কথা তুলে ধরেন। কার্যত তিনি হুঁশিয়ারি দিয়েছেন এতদিন তিনি ভদ্রতাবশত কিছু করেননি। তবে এবার তিনি খোঁজ নিচ্ছেন, আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করবেন। একই ভাবে বিজেপিকেও তিনি ছেড়ে কথা বলেননি। বরাবরের মতো এবারেও কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মুখর হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি রাজ্যে শাসক-বিরোধী তরজা যে আরও বাড়িয়ে তুলবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
আরও পড়ুনঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি এবার সুপ্রীম কোর্টে?