ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পেট্রোল-ডিজেলের দাম বেশ কিছুটা কমিয়ে দিয়েছে। কিন্তু পেট্রোল-ডিজেলের দাম কমিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata banerjee)নিশানায় থাকছে কেন্দ্র। কার্যত মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, পেট্রোলের শুল্ক ছাড়ে রাজ্যের ২৭৩.৮ কোটি এবং ডিজেলের শুল্ক ছাড়ে রাজ্যের ৩৬৮.৩৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেস বাবদ আরও ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সবমিলিয়ে রাজ্য ১১০০ টাকার ক্ষতির মুখোমুখি। দীর্ঘ সময় পর দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যের প্রশ্ন হল, কেনো সেসে ছাড় দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? কেন্দ্র যখন রাজ্যগুলিকে পেট্রোল-ডিজেলে ছাড় দেবার কথা বলছে, তখন পালটা মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, বাংলা তাঁদের প্রাপ্য টাকা থেকেই বঞ্চিত। তাই রাজ্য কোথা থেকে ছাড় দেবে? খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
চলতি অর্থবর্ষে ১০০ দিনের প্রকল্পের টাকা পায়নি রাজ্য, মানল কেন্দ্র
ডিজিটাল ডেস্ক : দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অভিযোগ জানিয়ে আসছিলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১০০ দিনের...
Read more