ডিজিটাল ডেস্ক : কলকাতার চিংড়িঘাটায় আজ বড়সড়ো দুর্ঘটনা ঘটে গিয়েছে। একটি গাড়ির আঘাতে ট্রাফিক সার্জেন্ট সহ ৭ জন আহত হন। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা একটা নাগাদ নিক্কো পার্কের দিক থেকে একটি লাল রঙের গাড়ি কলকাতার দিকে যাবার সময় ধাক্কা মারে পরপর দুই ট্রাফিক সার্জেন্টকে। দ্রুতগতিতে যাওয়ার পথে চিংড়িহাটায় গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে প্রথমে গাড়িটি একটি টাটা সুমো এবং পরে একটি স্কুটিতে ধাক্কা দেয়।
এছাড়াও পথচারীদের একের পর এক ধাক্কা মারতে থাকে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), দিল্লি থেকে ফিরে আজ এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন অনুষ্ঠানে। আর সেখান থেকেই ফেরার সময় তিনি চিংড়িহাটার দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন এবং প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিলেন। এদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানান, “রাজ্য সরকার চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে।
আহতদের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। বিনামূল্যে প্রত্যেকের চিকিৎসা হবে।” এরপর মুখ্যমন্ত্রী গুরুতর আহত দুজনকে এক লক্ষ টাকা এবং আহত বাকি পাঁচজনকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন অন্যদিকে এই দুর্ঘটনায় অভিযুক্তকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে ঘাতক গাড়িটির কারণে এত কিছু ঘটেছে, তাঁর চালককে কড়া শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। এই দুর্ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।