কলকাতা: সর্বভারতীয় রাজনীতির কথা মাথায় রেখে নিজের টিম গুছিয়ে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশামতোই একদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন ফিরিয়ে আনা হল, তেমনই গুরুত্ব বাড়ানো হল মমতা ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্যের। সর্বভারতীয় সহ সভাপতি পদে চন্দ্রিমা ছাড়াও আনা হয়েছে সুব্রত বক্সি ও যশবন্ত সিনহাকে। শুক্রবার কালীঘাটের ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির ১৯ জন সদস্যকে নিয়ে বৈঠকে বসেন মমতা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় রাজনীতিতে নিজেদের আরও গ্রহণযোগ্যতা বাড়াতে দলের অর্থনৈতিক নীতি এবং বিদেশনীতির খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হল অটলবিহারী বাজপেয়ী মন্ত্রীসভার অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ও রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। তবে উল্লেখযোগ্যভাবে আগের কমিটিতে থাকা রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও প্রবীণ সাংসদ সৌগত রায়কে নয়া কমিটিতে কোনও পদ দেওয়া হয়নি। বিভিন্ন ইস্যুতে কল্যাণ এবং সৌগত মন্তব্য করেছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, দলের কোনও বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলা যে মমতা ভালো চোখে দেখেননি, তা কমিটি তৈরির মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন।
‘টাকা দিয়েও পদ মেলেনি’, তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে তাণ্ডব দলীয় কর্মীদের
নিউজ ব্যুরো: ভগবানগোলায় তৃণমূল (TMC) বিধায়ক ইদ্রিস আলির বাড়িতে তাণ্ডব চালালেন দলের স্থানীয় কর্মীরাই। অভিযোগ, বিধায়ককে টাকা দিয়েও পদ মেলেনি।...
Read more