উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট। বাকী মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ভোট কবে সেই প্রশ্নই এখন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার কর্ণজোড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী দু-তিন মাসের মধ্যেই পুরভোট হয়ে যাবে।’
প্রসঙ্গত, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলছে। সোমবারই রাজ্য নির্বাচন কমিশনের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, মে মাসের মধ্যেই রাজ্যের সব পুরসভায় নির্বাচন শেষ করা হবে। এরপরই এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এহেন দাবি। এদিনের বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্ট পরীক্ষার তারিখগুলি সব আমাদের দিন। গঙ্গাসাগর মেলা, দোল, হোলি আছে। সবদিক দেখে ভোটটা করিয়ে দেব।’ অন্যদিকে, পুরপ্রশাসকদের ভালোভাবে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।