প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: আগামী ৫ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের মুখে দিল্লি আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । জি ২০ সুপ্রিমেসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সর্বদল বৈঠকে অংশগ্রহণ করার পাশাপাশি, আজমের শরীফ ও পুস্করেও যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। তবে এরই পাশাপাশি, কেন্দ্রীয় মহলে আলাদা করে নজর কেড়েছে, শীতকালীন অধিবেশনের সূচনায় আগামী ৭ ডিসেম্বর দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে তাঁর বৈঠকের সূত্রও৷ জানা গিয়েছে সংশ্লিষ্ট বৈঠকের নির্ঘণ্টেও এসেছে বদল। প্রতিবারের মতো, এবারে কিন্তু দলের বর্ষীয়ান সাংসদ ও রাজ্যসভা মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়ের বাসভবনে এই বৈঠক হচ্ছে না। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে, প্রবীণ সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর এবারের সংসদীয় দলের বৈঠক, যেখানে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যসভা ও লোকসভার অন্যান্য সাংসদেরা।
একসময়, নিয়ম করে সংসদীয় অধিবেশনের মুখে দিল্লিতে পা রাখতেন মুখ্যমন্ত্রী। যেতেন সংসদ পরিদর্শনে, সংসদে দলীয় কার্যালয়ে উভয় কক্ষের সাংসদদের সঙ্গে বসতেন রুদ্ধদ্বার বৈঠকে, চূড়ান্ত হতো দলীয় রণকৌশল। পরবর্তীকালে এই সূচিতে এসেছে বদল। বৈঠকের স্থান স্থানান্তরিত হয় ৭ নম্বর মহাদেব রোডে, দলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাসভবনে৷ বিগত তিন-তিনটি বৈঠক হয়েছে এই বাড়িতেই। এবারেই তার ব্যতিক্রম। তৃণমূল নেত্রীর উপস্থিতিতে দিল্লিতে আসন্ন সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের ৫৮, লোদি এস্টেটের বাংলোয়৷ কেন এই স্থান পরিবর্তন, সে বিষয়ে তেমন কিছু জানতে পারা না গেলেও, মনে করা হচ্ছে সৌগত রায়ের বাসভবনটি আকারে-আয়তনে আরও বড়, সেখানে দলীয় সাংসদদের নিয়ে নিভৃতেই বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বিশ্বস্ত সূত্রের দাবি, তৃণমূল নেত্রীর এই সংসদীয় রণকৌশল নির্ধারণ বৈঠক নিয়ে ইতিমধ্যে সমস্ত সাংসদদের ‘অত্যাবশক উপস্থিতি’র নির্দেশ জারি করা হয়েছে। মমতা যে সময় দিল্লি আসছেন (৫ ডিসেম্বর), তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদও প্রায় একইসময়ে পৌঁছে যাবেন রাজধানী। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বৈঠক (মূলত জি ২০ নিয়ে সর্বদল বৈঠক, এবারে ওয়ান-টু-ওয়ান বৈঠকের সম্ভাবনা ক্ষীণ) সম্পন্ন করে, ৬ তারিখ সকালে আজমের শরীফ ও পুস্কর যাত্রা সেরে সেদিন রাতেই দিল্লি ফিরবেন মমতা। এরপর, ৭ ডিসেম্বর দুপুর ৩-৩০ মিনিটে সৌগত রায়ের লোদি এস্টেটের বাংলোয় সংসদীয় দলের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। থাকবেন অভিষেকও। সেদিন লোকসভার সূচনা হলেও, প্রয়াত সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবের স্মরণে তা মুলতুবি হওয়ার সম্ভাবনা বেশি, রাজ্যসভা অবশ্য যথাপূর্বং বহাল থাকতে পারে।
তবে এরই মধ্যে জল্পনা উস্কেছে অন্য একটি সূত্রে পাওয়া সম্ভাবনার তত্ত্ব নিয়ে৷ দলের একাংশে ওঠা গুঞ্জন অনুযায়ী, ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর রাজস্থান সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের। এ নিয়ে শুরু হয়েছে জল্পনাও। মমতা-গেহলট পরিচয় আজকের নয়। ইউপিএ জমানা বা তারও আগে বাজপেয়ী ও চন্দ্রশেখরের সময় থেকে দুই নেতার পরিচয়৷ কোভিড কালেও রাজস্থানে আটকে পড়া রাজ্যের পড়ুয়াদের ঘরে ফেরাতে মমতার আর্জিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এই প্রবীণ কংগ্রেসি নেতা। সাম্প্রতিক কালে, রাজস্থান বিধানসভার অনুষ্ঠানে বাংলার প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রসিকতা করে গেহলট বলেছিলেন, ‘মমতার মতো নেত্রীকে কী করে সামলালেন? আপনি কি ম্যাজিক জানেন?’ এবারে একদিনের রাজস্থান সফরের ফাঁকে অশোক গেহলটের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ সেরে নতুন কোনও ‘ম্যাজিকে’র আভাস দেন কিনা তৃণমূল নেত্রী, তা এখন সময়ের অপেক্ষা।
আরও পড়ুন : ঠিক যেন শিক্ষিকা, স্কুলে ঢুকে পড়ুয়াদের ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী মমতা