সুকমল ঘোষ, ফালাকাটা: মমতা বন্দোপাধ্যায়ের সভা বলে কথা। কিন্তু সভায় কর্মী-সমর্থকদের আনার জন্য চাহিদা মত মিলছে না গাড়ি। ইতিমধ্যেই প্রচুর সংখ্যক ছোট বড়ো গাড়ি নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন।ওই গাড়িগুলি ভোট সংক্রান্ত কাজে ব্যবহার হচ্ছে। ফলে দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের সভায় গাড়ির ঘাটতি মেটাতে ভরসা টোটো।
তৃণমূল সূত্রের খবর, শুক্রবার বেলা ১টায় দলীয় প্রার্থী সুভাষ রায়ের সমর্থনে ফালাকাটার টাউন ক্লাব ময়দানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় কর্মী-সমর্থকদের আনতে এক হাজার টোটো ভাড়া করেছে ব্লক তৃণমূল কংগ্রেস। ফালাকাটা বিধানসভার ১৩টি অঞ্চলের ২৬৬টি বুথেই পৌঁছে যাবে টোটো৷ টোটোতে কর্মী-সমর্থকদের আনার পর সভা শেষে তাঁদের এলাকায় পৌঁছেও দেওয়া হবে। সমস্ত টোটোতেই লাগানো থাকবে তৃণমূলের ঝান্ডা ও প্রার্থীর ছবি সংবলিত স্টিকার।
টোটো রিজার্ভ থেকে শুরু করে গোটা বিষয় তদারকির জন্য তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি অশোক সাহাকে৷ শ্রমিক নেতা অশোকবাবু বলেন, ‘বাস ও যাত্রীবাহী ছোট গাড়ির ঘাটতি মেটাতেই বিপুল সংখ্যক টোটোর বন্দোবস্ত করা হয়েছে৷ টোটোর মত ছোট যানগুলি খুব সহজেই বুথে বুথে গ্রামের মেঠো পথ ও সংকীর্ণ রাস্তায় ঢুকতে পারবে৷ এমনিতেই মুখ্যমন্ত্রীর সভার দিন শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ থাকবে৷ কর্মী-সমর্থকদের সভায় আনতে হাজার খানেক টোটো ভাড়া করায় তাতে টোটো চালকদেরও ভালো রোজগার হবে।’
বৃহস্পতিবার বিকেলে ফালাকাটার টাউন ক্লাব ময়দানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের ট্রায়াল রান হয়েছে।তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী, তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুরেশ লালা সহ দলের অন্য জেলা ও ব্লক নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন৷ তাঁরা সভাস্থলের প্রস্তুতি ঘুরে দেখেন৷