ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারের ১০০ দিনের কাজ নিয়ে বিরোধীদের দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। কিন্তু তা সত্বেও দেখা যাচ্ছে কেন্দ্রের রিপোর্টে ১০০ দিনের কাজে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সারাদেশে কর্মশক্তিতে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। চলতি অর্থবছরে ১০০ দিনের প্রকল্পের অধীনে ৩৩, ৯৪, ৫৯, ১৪৬ টি মানব দিবস তৈরি করা হয়েছে বলে জানান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায়। মনরেগার অধীনে মানব দিবস তৈরিতে পশ্চিমবঙ্গ সবার ওপরে রয়েছে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী। ১০০ দিনের প্রকল্পের অধীনে কাজের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৩৫ কোটি মানব দিবস তৈরীর করার কথা বলে থাকলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের জন্য চলতি অর্থবর্ষে ২২ কোটি মানুষের শ্রম বাজেটে অনুমোদিত হয়েছে। কিন্তু তার মধ্যেই যেভাবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সমীক্ষায় এগিয়ে রইল, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ এবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে অনুব্রত