কলকাতা: কলকাতা বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ রাখার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আবেদন, কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে বাইরে থেকে সমস্ত বিমান আসা অবিলম্বে বন্ধ করা হোক। রাজ্য সরকার মনে করছে ভিনরাজ্য থেকে বাংলায় বিমান আসা স্থগিত হলে সংক্রমণ আটকানো যেতে পারে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আন্তর্জাতিক বিমান আসা গতকালই বন্ধ হয়ে গিয়েছে। গতকাল দুবাই থেকে এমিরেটসের একটি বিমান কলকাতায় নেমেছে। ওই বিমানের ২০০ জন যাত্রীকে রাজারহাটে কোয়ারান্টিনে রাখা হয়েছে। বাইরের রাজ্য থেকে বাংলায় এক্সপ্রেস বা মেল ট্রেন ঢোকা বন্ধ করা হয়েছে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাইরের রাজ্য থেকে বাংলায় বাস আসাও বন্ধ করে দিয়েছে নবান্ন।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় সরকারের কাছে একই আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব মোদি সরকার খারিজ করে দেয় বলে খবর। রবিবার থেকে এদেশে আন্তর্জাতিক বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।