কিশনগঞ্জ: ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। কিশনগঞ্জের নেপাল সীমান্তের কোরোবাড়ি থানা এলাকার ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই ২৫ বছরের অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কিশনগঞ্জ মহিলা থানার পুলিশ। ধৃতকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারি মাসে। সেদিন রাতে ওই কিশোরী শৌচকর্ম করতে বাঁশঝাড়ে যায়। সেই সময় অভিযুক্ত যুবক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
ঘটনার পর বিষয়টিকে মিটমাট করতে গ্রামে সালিশি সভা বসে। সেখানে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গত ৫ মে আবার এ নিয়ে সালিশি সভা বসে। অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে মেয়েটিকে টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। টাকা নিতে অস্বীকার করলে অভিযুক্তের লোকজন মেয়েটির পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই গ্রাম ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।