হেমতাবাদ: ভাগ্নির সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মামা। হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শাসন সংলগ্ন বড়ুয়াটুলি গ্রামের ঘটনা। আক্রান্তের নাম মুক্তার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। বাড়িতে গৃহবধূর সঙ্গে থাকেন শ্বশুর এবং শাশুড়ি। অভিযোগ, কয়েক মাস ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতে থাকে তাঁর শ্বশুর। সোমবার গৃহবধূর ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত। ওই গৃহবধূ ফোন করে গোটা ঘটনাটি তাঁর মামাকে জানান। এরপরই অভিযুক্তের হাত থেকে ভাগ্নির সম্ভ্রম বাঁচাতে সেখানে ছুটে আসেন মুক্তার। সেই সময় মুক্তারকে শাবল দিয়ে আঘাত করে অভিযুক্ত। ঘটনায় গুরুতর জখম হন মুক্তার। তাঁকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়।
ঘটনার পরই হেমতাবাদ থানায় শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্তের পাশাপাশি, অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছেন হেমতাবাদ থানার আইসি জয়ন্ত দত্ত।
আরও পড়ুন : মাকে খুন করে দাহ করার চেষ্টা! চিতা থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ