তুফানগঞ্জ: বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের তৃণমূলে ফিরলেন তৃণমূল নেতার দাদা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জে(Tufanganj)। জানা গিয়েছে, তৃণমূল যুবর তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি তথা তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেনের দাদা কৌশিক সেন বুধবার তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ফের ওই রাতেই তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
প্রথমে কৌশিকবাবু জানিয়েছিলেন রাজ্য জুড়ে চাকরি না থাকায় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও পরে ফের তৃণমূলে যোগ দিয়ে তিনি জানান, ভুল বুঝিয়ে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছে। বিজেপির তুফানগঞ্জ নগর মন্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তী জানিয়েছেন, তৃণমূলের জমানায় বেকার যুবকদের চাকরি হচ্ছে না। তাই অনেকেই বিজেপিতে যোগদান করছেন। যদিও এই দলবদল সম্পর্কে তৃণমূল যুবর তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি তথা তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, ‘দাদা বেশ কিছু দিন ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। বিজেপি সব সময়ে তৃণমূল কর্মীদের ভুল পথে পরিচালিত করতে চায়। না হলে মানসিক রোগে আক্রান্ত আমার দাদা কে বন্ধুত্বের ছলে বিজেপি পার্টি অফিসে নিয়ে যেত না।ֹ’