রায়গঞ্জ: ট্রেন থেকে মহিলার হার ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ল এক যুবক। রাধিকাপুর-কাটিহার প্যাসেঞ্জার ট্রেনে ঘটনাটি ঘটেছে। রজনী প্রসাদ নামে ওই মহিলার অভিযোগ, তিনি কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে প্যাসেঞ্জার ট্রেনে ফিরছিলেন। রায়গঞ্জ (Raiganj) স্টেশনে ট্রেন ঢোকার মুখে এক যুবক তাঁর গলার হারটি ছিনতাই করে। এরপরই ট্রেন থেকে নেমে পালিয়ে যায় সে। ওই মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন ছিনতাইবাজকে ধরে ফেলেন। এরপর ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও ওই যুবকের দাবি, সে হার ছিনতাই করেনি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন : বিভিন্ন দাবিতে রায়গঞ্জে কম্পিউটার শিক্ষকদের স্মারকলিপি