বীরপাড়া: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌপথি লাগোয়া ভাটা লাইনে। মৃতের নাম প্রভাত বর্মন (৪৯)। ফালাকাটা ব্লকের দেওগাঁওয়ের বাসিন্দা ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
এদিন বিকেলে ভাটা লাইনের একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: র্যাশন সামগ্রী না দেওয়ার অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ