মালদা: রেললাইন পার হতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে মালদা শহরের মালঞ্চপল্লি রেল গেটের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনয় সাহা (৫০), বাড়ি মালঞ্চপল্লি এলাকায়। রেললাইন ধরেই বাজার করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় একটি মালগাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রেল পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন : বাইকের ধাক্কায় মৃত্যু পথচারীর