কলকাতা, ১৯ জুনঃ ইকোপার্কের ঝিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বুদ্ধদেব মণ্ডল। তিনি নিউটাউনের ঘুনি উত্তর মাঠের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, সোমবার রাতে ইকোপার্কের ঝিলে স্নান করতে নেমেছিলেন বুদ্ধদেব। সেইসময় জলে তলিয়ে যান তিনি। বিষয়টি নজরে আসতেই পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছান দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ঝিল থেকে বুদ্ধদেবের দেহ উদ্ধার হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।