ফেশ্যাবাড়িঃ এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার-১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারোকোঠা গ্রামে। শনিবার ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম বরকত আলি (৩০)।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বরকত আলির বিয়ে হয়। তবে বেশ কিছুদিন আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।