বানারহাট : চিতাবাঘের অতর্কিত আক্রমণে গুরুতর জখম হলেন এক চা শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে বানারহাটের কারবালা চা বাগানে ঘটনাটি ঘটেছে। ওই শ্রমিকের নাম ধুমা খারিয়া (৪৫)। এদিন দুপুরে চা বাগানের রাস্তা দিয়ে যাবার সময় বাগানের ঝোপে লুকিয়ে থাকা চিতাবাঘটি অতর্কিতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী অন্যান্য বাসিন্দাদের চিত্কার চেঁচামেচিতে অবশ্য চিতাবাঘটি তাকে ছেড়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে বর্তমানে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জার অর্ঘ্যদীপ রায় জানান, আহত শ্রমিকের চিকিত্সার সমস্ত খরচ বন দপ্তর বহন করবে। পাশাপাশি কারবালা চা বাগানে ওই চিতাবাঘটির উপরও নজর রাখা হচ্ছে। এলাকাবাসীকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।