জয়পুর: বন্ধুর বোনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে। এই ‘অপরাধে’ বন্ধুর হাতে খুন হল এক যুবক। রাজস্থানের চুরু জেলার ঘটনা। মৃতের নাম মনীষ (২৭)। রবিবার সকালে রাজগড় এলাকার একটি জমি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ। ঘটনার রাতে বন্ধু বিকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিল মনীষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে বিচার বিভাগীয় হেপাজতে হরিয়ানার কারাগারে থাকার সময় মনীষ এবং বিকাশের মধ্যে বন্ধুত্ব হয়। ধর্ষণের অভিযুক্ত ছিল মনীষ। অন্যদিকে, বিকাশ পেট্রোল পাম্প লুটের একটি মামলায় পুলিশ হেপাজতে ছিল। বিকাশ মনীষের জামিনের ব্যবস্থা করেছিল। সেই থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও ভালো হয়। ধীরে ধীরে বন্ধুর বাড়িতে যাওয়া শুরু করেছিল মনীষ। যাতায়াত সূত্রেই মনীষের সঙ্গে বিকাশের বোনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ জানিয়েছে, প্রায় ১০ মাস আগে মনীষ এবং পূজা পালিয়ে বিয়ে করে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মনীষ দিল্লিতে পরিবহণের কাজে নিযুক্ত ছিল। সম্প্রতি চুরুতে এসেছিল সে। এরপর বিকাশের সঙ্গে দেখা করতে গেলেও ফিরে আসেনি মনীষ। এরপর মনীষের মৃতদেহ মেলে। সম্মান বাঁচাতেই এই খুন করা হয়েছে বলেই মনে করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।