নয়াদিল্লি: তিরুবনন্তপুরমে সিপিএমের কেরল (Kerala) রাজ্য দপ্তরে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজ্য দপ্তরে একেজি সেন্টারে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এমনটাই দাবি করেছে কেরল সিপিএম।
সিসিটিভি ফুটেজে প্রকাশ, একজন স্কুটি নিয়ে এসে দাঁড়াচ্ছে। তারপর কিছু একটা ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। কংগ্রেসের গুন্ডারাই ঘটনা ঘটিয়েছে বলে দাবি সিপিএম নেতা কে জয়রাজনের। ঘটনার পরই কেরল রাজ্য দপ্তরের পৌঁছোয় বিরাট পুলিশবাহিনী। এই ঘটনার শুক্রবার রাজ্যজুড়ে প্রতিবাদ হবে বলে জানিয়েছেন সিপিএমের কেরল রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণ। যদিও এ নিয়ে শুক্রবার এখনও পর্যন্ত কংগ্রেসের বিবৃতি পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ মহানাটকের যবনিকা পতন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ একনাথ শিন্ডের