রাজগঞ্জ: হিমাচল প্রদেশের জাটোলি শিব মন্দির হয়তো অনেকেরই দেখা হয়ে ওঠেনি। ওই মন্দিরটি নাকি এশিয়ার উচ্চতম শিবমন্দির। তবে দুর্গাপুজো দেখতে রাজগঞ্জে গেলে হিমাচল প্রদেশের জাটোলি শিব মন্দির দর্শনের পাশাপাশি মন্দিরের সামনে সেলফি তুলতে পারবেন। রাজগঞ্জের (Rajganj) শ্রীসংঘ ক্লাব এবছর দুর্গাপুজোর ৬৫তম বর্ষে হিমাচল প্রদেশের জাটোলি শিব মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে। মণ্ডপের সামনে রয়েছে সেলফি জোন – ‘আই লাভ শ্রীসংঘ ক্লাব’। সেখানে দাঁড়িয়ে সেলফি তুললে আপনার মনে হতেই পারে যে আপনি জাটোলি শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। মন্দিরের সঙ্গে মানানসই দুর্গাপ্রতিমা দর্শনার্থীদের আকর্ষণ করবে তাতে সন্দেহ নেই। দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি শ্রীসংঘ ক্লাবের পুজোর উদ্বোধন করলেও শুক্রবার রাতে ওই সেলফি জোনের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিডিও পঙ্কজ কোনার ও রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। এমনিতেই প্রতিবছর শ্রীসংঘ ক্লাব দুর্গাপুজোর আয়োজন ও জাঁকজমকে এলাকার অন্যান্য পুজোগুলিকে টেক্কা দেয়। আর এবছর দর্শনার্থীদের বাড়তি পাওনা হিমাচল প্রদেশের জাটোলি শিব মন্দির দর্শনের পাশাপাশি সেলফি তোলার সুযোগ। নতুন প্রজন্মের পাশাপাশি বড়রাও সেলফি তুলতে ভিড় করছেন। ক্লাবের সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবছর আমরা দুর্গাপুজোতে একটু অন্যরকম থিমের পুজো করি। এবছরও সেই ধারা বজায় রাখা হয়েছে। পুজোর পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।‘
রাস্তায় মিনি ট্রাক উলটে মৃত ৩
সিমলা: রাস্তায় মিনি ট্রাক উলটে মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন আরও একজন। হিমাচল প্রদেশের সিমলায় (Shimla) ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে...
Read more