চোপড়া: সদর চোপড়ায় (Chopra) মহিলাদের দ্বারা পরিচালিত উত্তমাসা স্পোটিং ক্লাবের পুজোয় এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র দিয়েই মণ্ডপ তৈরি হচ্ছে। এখানকার পুজো এবার ৩৯ তম বর্ষ। সুরভিপল্লি এলাকার চোপড়া হাইস্কুল মাঠে জোরকদমে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। তিন বছর আগে মহিলারা পুজোর হাল ধরেন। পুজো সামলাতে একটা সময় বিভিন্ন রকম সমস্যায় শেষপর্যন্ত মহিলাদের হাতেই দায়িত্ব ছেড়ে দেন তৎকালীন পুজো উদ্যোক্তারা। তিন বছর ধরে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে বলে বর্তমান পুজো কমিটির কর্মকর্তাদের মত। পাড়ার মহিলারা কমিটি গড়ে পুজোর বাজেট থেকে মণ্ডপসজ্জার পরিকল্পনা সবটাই করে থাকেন। পুজো কমিটির সভাপতি মধুমিতা শিকদার জানান, কমিটির সদস্যরা দায়িত্ব নিয়ে নিজেরাই এলাকায় চাঁদা আদায় করেন। ঘরসংসারের কাজ সামলে বিকেল হতেই দলবেধে তাঁরা চাঁদা আদায়ের জন্য বেরিয়ে পড়েন। উদ্যোক্তাদের কথায়, এবার মূলত কুটিরশিল্পকে প্রাধান্য দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র দিয়েই মণ্ডপসজ্জা করা হচ্ছে। গোষ্ঠীর মহিলাদের হাতে বাঁশের তৈরি ঝুড়ি, ধামা, কুলো অন্যদিকে তাঁতের তৈরি গামছা দিয়ে মণ্ডপ করা হচ্ছে। পুজোর কয়েকদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন : বন্যপ্রাণীর হাত থেকে মণ্ডপ বাঁচাতে রাত জেগে পাহারা দেবেন গ্রামবাসী