ফাঁসিদেওয়া, ১৮ মার্চঃ দীর্ঘ প্রতীক্ষার ঘটিয়ে অবশেষে ফাঁসিদেওয়া ব্লকের মানগছে পিচলা নদীর ওপর নতুন সেতুর তৈরির কাজের উদ্বোধন হল। বুধবার রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এডিএম প্রেমকুমার বরদেওয়া, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য মহম্মদ আইনুল হক, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ বসিরউদ্দীন সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বছরখানেক আগে পিচলা নদীর কংক্রিটের সেতু ভেঙে গিয়েছিল। এরপর চটহাট থেকে মানগছ হয়ে ফাঁসিদেওয়ার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার কয়েক হাজার স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছিলেন। পরে যদিও একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছিল। তবে, সেটিও তৈরির কিছুদিনের মধ্যে বর্ষায় নদীর জলে ভেসে গিয়েছিল। এবারে নতুন সেতু তৈরির খবর পেয়ে স্থানীয় মহলে খুশির আবহ তৈরি হয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে ৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হচ্ছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more