আসানসোল: ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি হতে চলেছে আসানসোল সহ চার জায়গার পুরভোট। শনিবার দুপুরে এ কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এদিনই আসানসোল পুরনিগমকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করা হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে। আসানসোলের কল্যাণপুরের একটি ম্যারেজ হলে ইস্তেহার প্রকাশ উপলক্ষ্যে ১০৬টি ওয়ার্ডের প্রার্থীদের ডাকা হয়েছিল। সেখানে রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক ‘আসানসোলের ১০ দিগন্ত’ নামে দলীয় ইস্তেহারের বিস্তারিত সাংবাদিকদের জানান। ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী শ্রীকান্তা মাহাতো, জেলা সভাপতি বিধায়ক বিধান উপাধ্যায় সহ অন্যান্যরা।
তৃণমূলের ইস্তেহারপত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, জল, নির্মল আসানসোল, নাগরিক বান্ধব আসানসোল, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, প্রশাসনিক প্রক্রিয়া এবং সংস্কৃতি ও পর্যটন তুলে ধরা হয়েছে। ভোট পিছিয়ে যাওয়া নিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূল কংগ্রেস সব সময় তৈরি। যখনই ভোট হোক না কেন আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে তৃণমূলই জয়ী হবে।