আগরতলা: ত্রিপুরার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। টুইটে একথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দর যাদব। শনিবার সন্ধ্যায় মানিক সাহা বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। পেশায় দন্ত চিকিৎসক মানিক ছিলেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি তথা দলের রাজ্যসভার সাংসদ। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন জিষ্ণু দেববর্মাও। তবে শেষ পর্যন্ত দলের সাংগঠনের মাথাকেই এবার প্রশাসনিক প্রধানের দায়িত্বে আনল বিজেপি। এবার বিপ্লব দেব রাজ্য বিজেপি সভাপতি হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
টুইটে মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে বিপ্লব দেব লিখেছেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়াতে মানিক সাহাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির দর্শন ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে।’
শনিবার আচমকাই রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর কার্যকালের মেয়াদ এখনও একবছর বাকি। আগামী বছরেই সেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ইস্তফা দিলেন বিপ্লব। তারপরেই তড়িঘড়ি বৈঠকে বসেন ত্রিপুরার বিজেপি নেতৃত্ব। সেখানেই বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি মানিক সাহাকে পরবর্তী মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।