মানিকচকঃ গায়ের জোরে এক বৃদ্ধার জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ শাসক দলের প্রধানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল হকের বিরুদ্ধে। প্রধানসহ ৪ জনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের বৃদ্ধার।
জানা গেছে সামজেদা বেওয়া(৬৪)নামে এক বিধবা বৃদ্ধার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় বাগান এলাকায় দুই বিঘা জমি আছে। সরকারি খাতায় সেই জমি বৃদ্ধার নামে রেকর্ডভুক্ত। বৃদ্ধা সামজেদা বেওয়া বর্তমানে এনায়েতপুর পশ্চিম পাড়ায় থাকেন। অভিযোগ সেই বিধবা বৃদ্ধার জমি থেকে রাতের অন্ধকারে জোরপূর্বক মাটি কাটা হচ্ছে। অভিযোগের তীর ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল হকের বিরুদ্ধে। অভিযোগ মাটি কাটতে জমির মালিক বারণ করলে কোনরকম গ্রাহ্যই করছেনা প্রধানের দলবল। প্রধান রবিউল হক এর লোকজনের দাবি খাস জমির মাটি কাটছে তারা।
বৃদ্ধা সামজেদা বেওয়ার অভিযোগ, ‘আমার স্বামী দীর্ঘদিন আগে মারা গেছে। আমার কোন ছেলে নেই। মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। আমাকে একা পেয়ে আমার ফসলি জমি লুট করে নিচ্ছে প্রধান রবিউল হক। সেই জমি আমার নামে রেকর্ডভুক্ত। কিন্তু প্রধানের লোকজন জোর করে দাবি করছে সেটি নাকি খাস জমি। সুবিচারের আশায় আমি মানিকচক থানা ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। যদিও বৃদ্ধার অভিযোগ নিয়ে অভিযুক্ত ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল হকের প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন : বিভিন্ন দাবিতে রায়গঞ্জে কম্পিউটার শিক্ষকদের স্মারকলিপি