নিশিগঞ্জ: মানসাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। মঙ্গলবার নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের বড় চকিয়ারছড়া গ্রামে বিডিও ও সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে সেখানে যান তিনি। পাথরের বাঁধ নির্মাণের অনুরোধ জানান স্থানীয় বাসিন্দারা। গিরীন্দ্রনাথ বর্মন জানান, মানসাইয়ের নদীভাঙনে কৃষি জমি ও বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত বাঁধ নির্মাণের চেষ্টা করা হবে।
মানসাইয়ের ভাঙনে তেকোনিয়া ও বড় চকিয়ারছড়া গ্রামের অস্তিত্ব সংকটে। গত কয়েক বছরে নদী ক্রমশ কৃষি জমির দিকে এগিয়ে এসেছে। ইতিমধ্যেই মাটির বাঁধ ভেঙে যাওয়ায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা জানান, বিঘার পর বিঘা জমি নদীতে তলিয়ে গিয়েছে। খয়ের বনও নদীগর্ভে চলে যাচ্ছে। এদিন গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে ভাঙন এলাকা পরিদর্শনে যান মাথাভাঙ্গা ২-এর বিডিও উজ্জ্বল সর্দার, মাথাভাঙ্গা সেচ দপ্তরের আধিকারিক কেশব রায়, নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েত প্রধান নিরঞ্জন দাস, অধ্যাপক সাবলু বর্মন প্রমুখ।