ডিজিটাল ডেস্কঃ বিছুটি পাতা নামটি সবাই জানেন হয়তো অনেকে চোখে দেখেননি। কারণ গ্রামাঞ্চলে বনের ভিতর বেশি দেখা যায় এই বিছুটি। বিছুটি হল এমন এক ধরনের উদ্ভিদ যার বহু ভেষজ গুণাগুণ রয়েছে। এছাড়াও এটি বহু ক্ষেত্রে চিকিৎসাবিদ্যাতেও ব্যবহার হয়ে থাকে।এলার্জি, বিভিন্ন প্রদাহ, আর্থারাইটিস এ ধরনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে বিছুটি পাতার ব্যবহার হয়ে আসছে। তাই আজ জেনে নিন, বিছুটি পাতার নানান উপকারিতাগুলি…..
১) হৃদযন্ত্র এবং লিভারের স্বাস্থ্য রক্ষায়:
আমাদের শরীরের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ অংশ হলো হৃদযন্ত্র এবং লিভার। এগুলিকে সুস্থ রাখার জন্য, যথাযথ পরিচর্যা করার জন্য আমরা নানা কাজ করে থাকি এবং শরীর চর্চা আমরা করে থাকি। তবে হয়তো জানেন না হার্ট এবং লিভারের সমস্যার ক্ষেত্রে বিছুটি পাতার ব্যবহার করা হয়ে থাকে। এই পাতার মধ্যে থাকা অন্যান্য উপাদানগুলি বাজারচলতি বহু ওষুধের তুলনায় শরীরে ভালোভাবে কাজ করে থাকে।
২) রক্তচাপ নিয়ন্ত্রণে:
বিছুটি সমগোত্রীয় বিভিন্ন গাছের পাতাগুলো শরীরে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ে বেশ কিছু আশাজনক প্রভাব দেখিয়েছে। তাই এগুলির মধ্যে উপস্থিত অ্যান্টি হাইপার গ্লাইসেমিক বৈশিষ্ট্যের কারণে ডায়াবেটিস মেলিটাস এর চিকিৎসার ক্ষেত্রেও বিছুটি পাতা ব্যবহার করা হয়ে থাকে। মূলত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তকে শুদ্ধ করতে এটি সহায়তা করে থাকে।
৩) অস্টিওআর্থারাইটিস নিয়ন্ত্রণে:
বিছুটি পাতা অস্টিওআর্থারাইটিস এর মতো সমস্যাগুলিকে কম করে হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিছুটি গাছের পাতা অস্টিও আর্থারাইটিস এর ব্যথাকে কম করে শরীরের ভেতর প্রদাহজনক হরমোনের মাত্রা হ্রাস করে। এটি শরীরে অ্যান্টি ইনফ্লেমেটরি যুক্ত হওয়ায় যেকোনো ধরনের ব্যথা কে কম করতে সহায়তা করে।
৪) চুলের বৃদ্ধিতে এবং মজবুত করতে:
প্রাচীনকাল থেকেই চুলের বৃদ্ধিকে বাড়িয়ে তুলতে ইউরর্টিকার প্রজাতির গাছের ব্যবহার হয়ে আসছে। এই উদ্ভিদগুলির মধ্যে থাকা ভেষজ উপাদানগুলি চুলকে ভেতর থেকে সুস্থ ও সুন্দর করে তুলতে সহায়তা করে। এছাড়াও মানুষের চর্ম রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। মাথার মধ্যে থাকা কোষগুলিকে উজ্জীবিত করে তোলে, যার ফলে এই গাছের পাতার রস যদি মাথায় লাগানো যায় সেক্ষেত্রে নতুন চুল গজানোর পাশাপাশি চুলের গোড়া শক্ত করে তুলতে সহায়তা করে।
৫) আলসার বা পেটের ক্ষত নিরাময়ে:
পেটের ভেতরে ক্ষত নিরাময়ে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয় বিছুটি পাতা। ক্ষত নিরাময়ের ক্ষেত্রে কিংবা প্রদাহ নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়ে থাকে। তবে শরীরের ভেতরের কোষগুলিকে পুনরুদ্ধার করে, ক্ষত নিরাময় করে, সেখানে রক্ত সরবরাহকে পুনরুদ্ধার করতে সহায়তা করে। এই গাছের বিভিন্ন অংশে থাকা উপাদানগুলি যা ক্ষত কে দ্রুত নিরাময়ে সহায়তা করে।