সোনাপুর: যাত্রীবাহী ছোট গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের চিলাপাতা সংলগ্ন হিন্দি স্কুল মোড়ে। আহতদের উদ্ধার করে পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয়রা।
জানা গিয়েছে, পাত্রকে আশীর্বাদ করতে যাচ্ছিলেন পাত্রীপক্ষ। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গাড়িটি রাঙ্গালিবাজনা থেকে কোচবিহার জেলার বাউদিয়ার ডাঙায় যাচ্ছিল। হঠাৎই উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। ঘটনায় ছোট গাড়ির চালক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। চালক সহ ট্রাকটিকে আটক করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ।