ডিজিটাল ডেস্ক : একটানা ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে গুজরাটে রীতিমতো বন্যা পরিস্থিতি (Flood Situation) তৈরি হয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, গুজরাটে (Gujrat) বলসার সমেত পাঁচ জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। আরও ছয় জেলায় কমলা সর্তকতা জারি হয়েছে। গুজরাটের অম্বিকা নদী এই মুহূর্তে বিপদসীমার ওপর দিয়ে বইছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত জানা গিয়েছে, অন্তত দশ হাজার সাতশ মানুষকে নিরাপদে সরানো গেছে। তবে এখনো বহু মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই ৬৩ জনের মৃত্যু হয়েছে গুজরাটে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে শুধু অম্বিকা নদী নয়, নর্মদা নদীও উপচে পড়েছে। ডেডিয়াপাডা ও সাগওয়াড়ায় আট ঘন্টায় অন্তত ১৭ ইঞ্চি বৃষ্টি হয়েছে। অন্যদিকে গোদের ওপর বিষ ফোঁড়ার মতন কার্জন ড্যামের নটি গেট খুলে দেওয়া হয়েছে। অন্তত দু লক্ষ দশ হাজার কিউসেক জল ছাড়ার ফলে বিপর্যয় আরো বেড়েছে। গুজরাট প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে, উদ্ধারকার্য চালাতে উপকূল বাহিনীর হেলিকপ্টার নামানো হয়েছে। তবে লাগাতার ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলে জানা যাচ্ছে। গুজরাটের বিভিন্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৩ টি দল কাজ করে চলেছে অবিরাম। আসামের পর এবার গুজরাটের বন্যা পরিস্থিতি নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে কেন্দ্রীয় প্রশাসনের।
অজগর উদ্ধার মাথাভাঙ্গায়
মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা শহরের ৯ নম্বর ওয়ার্ড পঞ্চানন পাড়া ১৬ রাজ্য সড়ক লাগোয়া একটি জলাশয়ের ধার থেকে উদ্ধার হল অজগর। সোমবার...
Read more