ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ দু’বছর করোনা(corona) পরিস্থিতির কারণে রাজ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। তারপর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, দেশ জুড়ে আবার করোনার ঢেউ ক্রমশ বাড়ছে। এ রাজ্যেও পরিস্থিতি যে খুব ভালো, তা বলা যাচ্ছেনা। আর তাতেই উদ্বেগ বাড়ছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পূর্ব রেলের ১১ জন কর্মীর প্রত্যেকের করোনা ধরা পড়েছে। বুধবার ৩৬ জন রেল কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাঁরা সকলেই বিএনআর হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব রেলে ইতিমধ্যে তিন চিকিৎসক ও ন জন স্বাস্থ্যকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও ট্রেন বন্ধের মতন পরিস্থিতি আসেনি বলেই জানানো হয়েছে। কিন্তু লাগাতার করোনা পরিস্থিতি এভাবে চললেই সরকারিভাবে কড়া বিধি নিষেধ জারি করা হবে। আপাতত কড়া নজর রাখা হয়েছে করোনা পরিস্থিতির গতিবিধির ওপর।
পুরনিগম ও রেলের দ্বন্দ্বের কারণে বন্ধ পার্কের সংস্কার কাজ
শিলিগুড়ি: পুরনিগম ও রেলের দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে রয়েছে পার্কের সংস্কার (Park Renovation) কাজ। বিগত বাম বোর্ডের আমলে একবার পুরনিগমের...
Read more