চালসা: ফিট ইন্ডিয়া ফ্রিডম রান উপলক্ষ্যে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল। মঙ্গলবার মাল ৪৬ ব্যাটালিয়ন এসএসবির তরফে শালবাড়ি মোড় থেকে ক্রান্তি মোড় পর্যন্ত ৫ কিলোমিটার দৌড় হয়। সূচনা করেন মাল ৪৬ ব্যাটালিয়ন এসএসবির ডেপুটি কমান্ডান্ট প্রফুল্ল কুমার, সহকারী কমান্ডান্ট পার্থসারথি রায়। এদিন দৌড়ে পুরুষ ও মহিলা মিলিয়ে ১১৫জন জওয়ান অংশগ্রহণ করেন। পরে ফুটবল, বাস্কেট বল খেলাও হয়। ‘আজাদী কা অমৃত মহোৎসব’কর্মসূচির অন্তর্গত এই আয়োজন বলে জানা যায়।
উত্তরবঙ্গজুড়ে যোগ দিবস পালন
উত্তরবঙ্গ ব্যুরো: প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। ২০১৫ সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। মঙ্গলবার...
Read more