রহিদুল ইলসাম, চালসা: মাল ৪৬ ব্যাটেলিয়ন এসএসবি-র তরফে শনিবার ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’ কর্মসূচি হিসেবে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের উদ্যোগ নেওয়া হল।
এদিন দুই অফিসার সহ ১০০ জন এসএসবি জওয়ান শালবাড়ি মোড় থেকে দৌড় শুরু করে। ৩১ নং জাতীয় সড়ক ধরে মালবাজার পর্যন্ত ম্যারাথন দৌড় হয়। উপস্থিত ছিলেন মাল ৪৬ ব্যাটেলিয়ন এসএসবি-র ডেপুটি কমান্ডান্ট পার্থসারথি রায়। এদিন ডেপুটি কমান্ডান্ট জওয়ানদের ফিট থাকার ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন।
- Advertisement -