আগরতলা, ১১ জুনঃ বিএসএফ এবং ত্রিপুরা পুলিশের অভিযানে উদ্ধার করল ২২০ কিলো গাঁজা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় থানা এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা পদ্মকুমার দেববর্মার বাড়িতে রবিবার তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-র ৮৬ ব্যাটেলিয়ানের গোকুলনগর ক্যাম্পের জওয়ানরা ও বিশালগড় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে মোট ২২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা গিয়েছে, এর বাজারমূল্য প্রায় ১১ লক্ষ টাকা। পদ্মকুমার দেববর্মার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আগামী দিনেও এই অভিযান জারি থাকবে।
- Advertisement -
ছবিঃ সংগৃহীত