নিশিগঞ্জঃ বিপুল পরিমাণ গাঁজা সহ দু’জনকে গ্রেপ্তার করল কোচবিহার কোতয়ালি থানার পুলিশ। শুক্রবার ভোরে পুলিশ ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মাঘপালা বাজারে অভিযান চালিয়ে ১১০ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি পেটভাতা গ্রামে।
কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গাঁজার চোরাকারবার রুখতে সর্বত্র পুলিশি অভিযান চলছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।