ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরেই দিঘা পর্যটনশিল্পে উন্নয়ন করতে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সেই সুত্রে দিঘায় তৈরি হতে চলেছে মেরিন ড্রাইভের মতন রাস্তা। কার্যত সমুদ্রকে পাশে নিয়ে এক সৈকত থেকে আরেক সৈকতে পৌঁছানো যাবে। জানা গিয়েছে, দিঘা পর্যটন উন্নয়নে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মধ্যে দিঘা সৈকত সরণি অন্যতম। সামান্য কাজ বাকি রয়েছে আর। এই রাস্তা নির্মাণ শেষ হলে শুধুমাত্র জাতীয় সড়ক দিয়ে নয়, বিকল্প পথেও তাজপুর থেকে দিঘা, কিংবা মন্দারমনি থেকে দিঘা পৌঁছে যাওয়া যাবে। পাশাপাশি জানা যাচ্ছে, এই রাস্তা দিয়ে দিঘা পৌঁছালে ১৫ কিলোমিটার পথ কম পার হতে হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে মনে করা হচ্ছে, দিঘায় পর্যটক সংখ্যা আরও বাড়বে। আপাতত নতুন রাস্তা নির্মাণ কত তাড়াতাড়ি শেষ হয়, সেটাই দেখার।
আরও পড়ুন : জঙ্গলমহলে মিলল মাওবাদী পোস্টার, কড়া হুঁশিয়ারি তৃণমূলকে