ডিজিটাল ডেস্ক : ঝগড়া অশান্তির জেরে প্রায়ই দাম্পত্য কলহের কথা শোনা যায়। কিন্তু সেই কলহ যে ভয়ঙ্কর রূপ নেবে তা ঘুণাক্ষরেও টের পাননি নদীয়ার (Nadia) তেহট্ট বেতাই দক্ষিণ জিতপুর এলাকার বাসিন্দারা। ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে থাকতেন কৃষ্ণ সরকার এবং কাকলি সরকার। দুই সন্তান আছে তাঁদের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ইদানিং কৃষ্ণ ও কাকলির মধ্যে মাঝে মাঝেই অশান্তির কথা শোনা যেত। বুধবারেও সন্ধ্যের পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা যাচ্ছে। অনুমান করা হচ্ছে, সেই ঝগড়ার পরেই বড়োসড়ো সিদ্ধান্ত নেন কাকলি সরকার। তিনি তাঁর দুই সন্তানকে পাশের ঘরে রেখে এসে স্বামীর গায়ে আগুন ধরিয়ে নিজেই স্বামীকে জড়িয়ে ধরেন। স্থানীয়রা এসে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। তবে ততক্ষণে স্ত্রী কাকলি সরকারের মৃত্যু ঘটেছে। স্বামী কৃষ্ণ সরকারকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ৯০% অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। কি কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। কাকলি সরকারের দেহ ময়নাতদন্তে গেছে। ঘটনাটি ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে এলাকায়।
সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে নিখোঁজ মেয়ে! মাকে বেধড়ক মার বাবার
বালুরঘাট: সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে নিখোঁজ মেয়ে! মেয়েকে খুঁজে না পেয়ে মাকে বেধড়ক মারধর করলেন বাবা! বালুরঘাট (Balurgaht) ব্লকের বোয়ালদার...
Read more