জলপাইগুড়ি: বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় এলাকায় জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। ধৃত ট্রাক চালকের নাম তেজবীর সিং। বাড়ি উত্তরপ্রদেশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণিপুর থেকে এই গাঁজা ট্রাকে করে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটিতে বাড়ির আসবাবপত্র ছিল। তার মধ্যে গাঁজার প্যাকেটগুলি লুকিয়ে রাখা হয়েছিল। গাড়ি সামনে অনডিউটি আর্মি লেখা রয়েছে।
পুলিশের অনুমান, কোনও আর্মি অফিসার বা জওয়ানের বাড়ির সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তারই মধ্যে গাড়ির চালক অতিরিক্ত লাভ করার জন্য গাঁজা পাচারের ছক কষে। এদিন খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে গোশালামোড় এলাকায় আটক করে তল্লাশি চালাতেই প্রায় ৩৫০ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ইম্ফল থেকে গাড়ি ছাড়ার ৫০ কিলোমিটার পরে এই গাঁজা গাড়িতে তোলা হয়েছিল। ৩০ হাজার টাকার বিনিময়ে ওই গাঁজা শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার চুক্তি হয়।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত বলেন, ‘৩৫০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হচ্ছে।’