শীতলকুচি: ফের বড়ো সাফল্য পেল শীতলকুচি থানার পুলিশ। বুধবার ভোরে শীতলকুচি ব্লকের পঞ্চারহাট বাজার সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি কলকাতায়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকা থেকে গাঁজা পাচারচক্র কাজ করছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেইমতো গতকাল রাত থেকে পঞ্চারহাট বাজারে পুলিশবাহিনী উপস্থিত ছিলেন। এদিন ভোরে ওই এলাকা থেকে দুটি গাড়িতে ৮০ কেজি গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি দুটি গাড়িকেই আটক করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে এদিন আদালতে পাঠানো হয়েছে।