ডিজিটাল ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিপাড়ার পরিচিত মুখ মৈনাক বন্দ্যোপাধ্যায়। পাত্রীর নাম ঐশ্বর্য চৌধুরী। তবে হবু স্ত্রী কোনও অভিনেত্রী নন। চাকরী সূত্রে তিনি থাকেন মুম্বইয়ে। নামী বেসরকারি গাড়ির কোম্পানিতে চাকরি করেন তিনি। পাত্রের গাড়ির শখ। পাত্রী গাড়ির ডিজাইনার। তাই সেখান থেকেই শুরু ভাল লাগার। দুর্গা পুজোর সময় কলকাতায় এসেছিলেন ঐশ্বর্য। দেখা হয় মৈনাকের সঙ্গে এবং সেখান থেকেই শুরু সম্পর্কের। জানা যাচ্ছে আগামী ৫ ই ফাল্গুন (১৮ ফেব্রুয়ারি, ২০২২) কলকাতাতেই বিয়ে করছেন মৈনাক-ঐশ্বর্য।
যীশু সেনগুপ্ত অভিনীত আসন্ন ছবি ‘বাবা, বেবি ও…’ তে অভিনয় করছেন মৈনাক। বিয়ের পর বউ চলে যাচ্ছেন মুম্বই। তাই আসন্ন লং ডিসটেন্স রিলেশন নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা।
‘বরবাদ’, ‘নায়িকার মতো’, ‘চুপকথা’, ‘মিসম্যাচ’, ‘ঠাকুরমার ঝুলি’, ‘জজমেন্ট ডে’-এর মতো একাধিক ওয়েব সিরিজ ও বাংলা ছবিতে কাজ করেছেন মৈনাক। সম্প্রতি তাঁকে ‘ধুলোকণা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে।
আরও পড়ুন : প্রেম করছেন হৃত্বিক রোশন! রহস্যময়ীর সঙ্গে ক্যামেরাবন্দী অভিনেতা