ডিজিটাল ডেস্ক: প্রথমে আড়ালেই রেখেছিলেন, তারপর তাঁদের প্রেম সকলের সামনে চলে এল। রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে নিয়ে কয়েক বছর ধরেই অনেক আলোচনা হয়েছে, এবার বিয়েটা সত্যিই হচ্ছে। সাজো সাজো রব পড়ে গেছে কাপুর ও ভাট পরিবারে। দুই তারকা যুগল নিজেদের ছবির কাজও তাড়াতাড়ি শেষ করছেন। শোনা গিয়েছিল, ১৩-১৭ এপ্রিলের মধ্যে ওঁদের বিয়ে হবে। এখন জানা যাচ্ছে, চলতি বছর ১৪ এপ্রিল সেই বহু আকাঙ্ক্ষিত বিয়েটা হচ্ছে। রণবীরের বাড়িতে একেবারে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে এই বিয়ে অনুষ্ঠান হবে। বিয়ে রটনা নিয়ে মিডিয়ার লেখালেখির মধ্যেই ওঁদের সম্পর্কের ওপর থেকে পর্দা ওঠে দিল্লিতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মোশন পিকচার লঞ্চের দিন। তারপরও বিয়ে নিয়ে ফিশফিশ ছিল, এখন আর তার দরকার নেই। বলিউডের অন্যতম প্রত্যাশিত এবং চমকদার বিয়ে হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি।প্রসঙ্গত, আলিয়াকে শেষ দেখা গেছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে।রণবীর ও আলিয়াকে একসঙ্গে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’তে।
নাবালিকার বিয়ে রুখল ব্লক প্রশাসন
কুশমণ্ডি: নাবালিকার বিয়ে রুখল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি (Kushmandi) ব্লক প্রশাসন। কুশমণ্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই নাবালিকার বিয়ের...
Read more