দিনহাটা, ৫ ফেব্রুয়ারিঃ পঞ্চ শহিদ স্মরণ দিবস উদযাপিত হল দিনহাটায়। বুধবার তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের তরফে পৃথক ভাবে এই দিনটি পালন করা হয়। এদিন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিল করে দিনহাটা মহকুমাশাসকের অফিসের সামনে অস্থায়ী শহিদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে ফরওয়ার্ড ব্লকের নেতারাও শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, একাধিক দাবিতে গত ২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি দিনহাটা মহকুমাশাসকের দপ্তরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় পাঁচজনের। সেই ঘটনার প্রতিবাদে প্রতিবছরই ৫ ফেব্রুয়ারি পঞ্চ শহীদ স্মরণ দিবস পালন করা হয়।