ডিজিটাল ডেস্ক : পূর্ব আফ্রিকার উগান্ডার মারিয়ম নাবাতানজি ইতিমধ্যেই উঠে এসেছেন আলোচনায় তাঁর মাতৃত্বের কারণে। তার কারণ মাত্র ৪৩ বছর বয়সে তিনি ৪৪ জন সন্তানের মা হয়েছেন। জানা গেছে, মারিয়মের যখন তিন বছর বয়স, তখন তাঁর মা তাঁকে ফেলে রেখে চলে যান। এরপর ১২ বছর বয়সে মারিয়মের বিয়ে হয়। বছর ঘুরতে না ঘুরতেই মারিয়ম যমজ সন্তানের জন্ম দেয়। একবার নয়, পর পর টানা চারবার যমজ সন্তানের জন্ম দেয় মারিয়ম। এরপর কিছু একটা গন্ডগোল হচ্ছে তা মারিয়ম বুঝতে পারেন এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন। জানা যায়, মরিয়মের ডিম্বাশয়ের আকার স্বাভাবিকের তুলনায় বড়। এবং অতিরিক্ত প্রজনন ক্ষমতাসম্পন্ন। বর্তমানে মারিয়মের ৫ সন্তান মারা গিয়েছে। ৩৮ জন সন্তান নিয়ে এই মুহূর্তে স্বামী পরিত্যক্তা মরিয়মের সংসার। দারিদ্র থাকলেও মারিয়ম জানিয়েছেন, তার সংসারের আনন্দের অভাব নেই। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে।
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম তিন শিশু
রায়গঞ্জ: সুতলিতে মোড়ানো বস্তুকে বল ভেবে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম হল তিন শিশু। বুধবার রায়গঞ্জ ব্লকের মোহিপুর...
Read more